পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম, পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো বাউফল উপজেলা ছাত্রদল

১৫ এপ্রিল ২০২৫, ৭:৩৪:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে চলমান মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাউফল উপজেলা ছাত্রদল একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। চলমান এসএসসি পরীক্ষার সময় কেন্দ্রে আসা অভিভাবকদের কথা চিন্তা করে তারা নিয়েছে প্রশংসনীয় ব্যবস্থা।

বাউফল উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য ছায়াযুক্ত বিশ্রামস্থল, বিশুদ্ধ পানীয় জল ও খাবার স্যালাইনের আয়োজন করেছে ছাত্রদলের কর্মীরা। দিনভর রোদে অপেক্ষমাণ অভিভাবকদের এমন মানবিক সেবায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

এই উদ্যোগের মূল নেতৃত্ব দিয়েছেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা। তাঁর পক্ষ থেকেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা বলেন,
“ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিয়োজিত একটি শক্তি। আমরা মনে করি, পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। দীর্ঘ সময় কেন্দ্রে অপেক্ষারত অভিভাবকদের একটু স্বস্তি দিতে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। ভবিষ্যতেও ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য, সমাজের কল্যাণে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আমি আহ্বান জানাবো, যার যার জায়গা থেকে সমাজ ও মানুষের উপকারে কাজ করে যাওয়ার জন্য।”

স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই গরমে পরীক্ষাকেন্দ্রে বসে থাকতে কষ্ট হচ্ছিল। ছাত্রদলের ছেলেরা আমাদের জন্য ছাতা দিয়েছে, পানি দিয়েছে, স্যালাইন দিয়েছে—এটা সত্যিই প্রশংসনীয় কাজ।”

বাউফল উপজেলা ছাত্রদলের এ ধরনের মানবিক কর্মসূচিকে অনেকে দেখছেন সামাজিক দায়িত্ব পালনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.