বাবার লাশ দাফন শেষে পরীক্ষায় বসল মেয়ে

১০ এপ্রিল ২০২৫, ৬:২৭:১২

রাতে বাবার লাশ দাফন শেষে সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঝালকাঠির কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে আরবি প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয় সেতু।

দাখিল পরীক্ষার্থী সাবরিয়ান ইসলাম সেতু। 

সাবরিয়ান ইসলাম সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন।

সিরাজুল ইসলাম ইসমাইল বুধবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
স্থানীয় ইউপি মেম্বার মো.বাদল মাহমুদ বলেন, সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যাক্তি। তার বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
 
কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ বলেন, সাবরিয়ান ইসলাম সেতু আমার মাদ্রাসা থেকে এ বছর মানবিক শাখায় দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। বাবার মৃত্যুতে তার পরীক্ষায় অংশ গ্রহণ থেমে নেই। এ ঘটনায় আমরা শোকাহত।
 
বুধবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পশ্চিম আউরা গ্রামের পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলামের লাশ দাফন করা হয়েছে।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.