পটুয়াখালীতে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু

০২৪-২৫ অর্থবছরের জন্য পটুয়াখালী জেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিঃসহায় ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন জানান, আবেদন চলবে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম MIS-এর মাধ্যমে।
পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বরাদ্দপ্রাপ্ত কোটা অনুযায়ী উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আবেদন যাচাই–বাছাই শেষে। আবেদন করতে হবে
dss.bhata.gov.bd/onlineApplication এই ঠিকানায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। পূর্বে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নতুন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিলে কোনো বিবেচনায় নেওয়া হবে না।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রাণী দাস জানান, নতুন উপকারভোগী নির্বাচন হবে শতভাগ ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে। এর ফলে প্রকৃত উপকারভোগীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারবেন।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.