গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করবে জাময়াত

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সকল মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। ১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে। বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.