তরমুজ পরিবহণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, মানববন্ধনে কৃষকদের প্রতিবাদ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার) জাহিদুল ইসলামের বিরুদ্ধে তরমুজ পরিবহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি চাষীদের হুমকি দেওয়া ও এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় তরমুজ চাষীরা জানান, চলতি মৌসুমে পরিবহণ সুবিধার্থে গহিনখালী গ্রামে একটি অস্থায়ী ঘাট তৈরি করে নৌপথে তরমুজ বাজারজাত শুরু করেন তারা। তবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী তহশিলদার জাহিদুল ইসলাম ঘাটে গিয়ে তরমুজ পরিবহণে বাধা দেন। তিনি চাষীদের তার নিয়ন্ত্রণাধীন খাস কালেকশনের ঘাট ব্যবহার করতে চাপ দেন এবং অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। অভিযোগ রয়েছে, চাষীরা নিজের সুবিধামতো ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে চাইলে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন অস্থায়ী ঘাটে মানববন্ধন করেন চাষীরা।
তরমুজ চাষী বশির উদ্দিন বলেন, খাল ভরাট হয়ে যাওয়ায় আমরা বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ঘাট করে তরমুজ বাজারজাত করছি। কিন্তু তহশিলদার এসে আমাদের নিষেধ করেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না হলে মামলা দেওয়ার হুমকি দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাষী বলেন, তহশিলদার কাউকে নির্দিষ্ট ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে বাধ্য করতে পারেন না। এটি অন্যায় ও জুলুম।
অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, গহিনখালীতে বিআইডব্লিউটিএর ও উপজেলা প্রশাসনের দুটি অনুমোদিত ঘাট রয়েছে। কিন্তু একটি সিন্ডিকেট নতুন ঘাট বসিয়েছে, যা নিয়মবহির্ভূত। আমি শুধু তাদের সেটি বন্ধ করতে বলেছি। চাঁদা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। কৃষকরা লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.