“চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে”- চরমোনাই পীর

রাঙ্গাবালী প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “অনেকে ভয় দেখায়, ইসলাম ক্ষমতায় আসলে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কর্তন করে দেওয়া হয়। যদি এমনই হতো তাহলে বাংলাদেশের নেতাদের হাত থাকবেই না। আসলে বাস্তবতা হলো ইসলাম সকল মানুষদের হাত কর্তনের নির্দেশ দেয় নাই। বাংলাদেশের মধ্যে যে এমপি-মন্ত্রীরা স্বভাবী চোর। এদের মধ্যে যদি একটির হাত কর্তন করা হয় তাহলে পুরো বাংলাদেশ চোরমুক্ত।” মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ দিন চরমোনাই পীর আরো বলেন, আমি আমার ভাইদের বলবো- ইসলামের বাহিরে থাকার কোন সুযোগ নেই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে। আর অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে শান্তির লক্ষে। আপনারা দেখে থাকবেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান মাঠে যুব কনভেনশনে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব তার বক্তব্যে বলেছেন_”কথা কাজে ঠিক পাই, পীর সাহেব চরমোনাই। ”
ছাত্র-জনতা আন্দোলনের স্মৃতি চারণ করে তিনি বলেন, আজকে ন্যায্য দাবী আদায়ের জন্য রাজপথে ভবিষ্যৎ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের ঠাণ্ডা মাথায় গুলি করে পাথির মতো রাজপথে লুটিয়ে দেয়া হয়েছে আমরা বসে বসে দেখবো এটি হতেই পারে নাহ।
আগামীর রাজনীতি নিয়ে আমীর রেজাউল করিম বলেন, আমার গত ৫৩ বছর সংসদে যেতে পারি নাই কারন স্বার্থন্বেষি মহল আমাদের বোকা পেয়ে ধোকা দিয়েছে। ওরা ক্ষমতায় বসে ইসলাম আর ইসলামি দলের কথা ওদের মনে নেই। আমাদেরকে ব্যবহার করে ইসলামকে আর যেন ধ্বংস করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা চাই বাংলার জমিনে ইসলাম বীর দর্পে বৃক্ষ রোপনের চেয়েও শক্তিশালী হয়।
আল্লাহ আজকে আমাদেরকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করলে হবে না। যখন দেশে কোন ষড়যন্ত্র হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিবাদী হয়ে রাজপথে আওয়াজ তোলে তখন বদমাইশদের কলিজা থরথর করে কাপন ধরে।
গন সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, “শুধু নেতা পরিবর্তন নয়, বরং নীতির পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে তারা ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণসমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.