যাত্রীবাহী বাস থেকে ২৮ মণ সামুদ্রিক মাছ জব্দ

১৪ মে ২০২৫, ১০:১৩:২১

পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অন্তরা পরিবহণ থেকে ২৮ মণ সামুদ্রিক চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে পায়রা বন্দর ফোরলেন সড়কের সামনে থেকে এ মাছ জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ মাছ জব্দ করা হয়। মাছগুলো ২৬ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব সামুদ্রিক মাছ শিকার করে একটি চক্র ঢাকায় চালান করছিল। বাসের বাংকারে ১৪ টি ককসিট বক্সের মধ্যে এই মাছ বহন করা হচ্ছিল। জব্দ করা অধিকাংশ মাছ টাইগার চিংড়ি।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.