বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

১০ মে ২০২৫, ১:৩৪:৪৮

পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর ওপর ‘বগা সেতু’ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার সকালে ‘বগা সেতু বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বাউফলসহ আশপাশের চার উপজেলার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

আয়োজকেরা জানান, লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়ার মানুষ বছরের পর বছর যে ভোগান্তির মধ্যে আছেন, তা অনেকাংশে লাঘব হবে। মানববন্ধনে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়া জরুরি।

  • মানববন্ধনে সভাপতিত্ব করেন বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও এনসিপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। এতে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ,শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, বগাসেতু বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুমান,আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদার সহ আরও অনেকে। মানববন্ধনটি সঞ্চালনা করেন মারুফ আল মুজাহিদ।

বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে আমরা কোনো অগ্রগতি দেখি না। অথচ এই একটি সেতু নির্মাণ হলে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কৃষি খাতেও বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে এই সেতু একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হয়ে উঠবে। বাউফলের সঙ্গে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ সহজ করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.