ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে ৬ লেন প্রকল্প বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

২ মে ২০২৫, ৬:১৬:৩১

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তায় মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। এতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, পটুয়াখালী ফোরামের সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী স্বপন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং দাবি পূরণ না হলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গণঅবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে গত ২৫ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করছে।
তিনি জানান, ২০১৮ সালের একনেক সভায় অনুমোদন পায় ‘ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ’ প্রকল্প। কিন্তু অনুমোদনের সাত বছর পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই। চার দফায় মেয়াদ বাড়ানোর পরও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে জনমনে প্রকল্প বাতিলের গুজব, উদ্বেগ এবং ক্ষোভ—সবই বেড়েছে।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.