পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের ইটবাড়িয়ার দূর্গাপুর ২২ নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ১ কোটি ৫৬ লক্ষ ৮০ হাজার পিচ গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
পরবর্তীতে জব্দকৃত রেণু পটুয়াখালী সদর মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাস এর উপস্থিতিতে লাঊকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ট্রাক, চালক ও ২ জন হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.