২৬ এপ্রিল রাত ১২:১২ মিনিটের সময় ঘটনাস্থলে সাংবাদিক পৌঁছালে জেনুর ব্যাপারে জানতে চাইলে তড়িঘড়ি করে সাদা মাইক্রোবাসে কারে জব্দকৃত রেনুপোনা নিয়ে কোস্টগার্ড এলাকায় প্রবেশ করে।
তবে কি পরিমানে রেনুপোনা জব্দ করা হয়েছে তা এখন পর্যন্ত সুনিশ্চিত কোন তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছেন কোস্টগার্ড এর মাঝি বাদশা এবং তার পুত্র বলেন এই গাড়ি আমাদের।