‘সরকার ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে’

১৬ এপ্রিল ২০২৫, ৫:২৬:২৭

গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে।

মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র একপেশেভাবে শুল্ক আরোপ করেছে। রফতানি বেশি, আমদানি কম— এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.