রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

পটুয়াখালী জেলা শহর থেকে মশিউর রহমান শিমুল নামের এক যুবলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ করেছেন যুবদলের এক নেতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য। তাঁর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজার এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সদর রোড এলাকায় ঘোরাঘুরির সময় জেলা যুবদলের ১নং সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব যুবলীগ নেতা শিমুলকে চিনে ফেলেন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

- বিজ্ঞাপন -

জেলা যুবদলের নেতা গাজী আশফাকুর রহমান বলেন, ‘শিমুল দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তাঁকে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁকে থানায় নিয়ে যাই। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘স্থানীয় কয়েকজন লোক মশিউর রহমান শিমুল নামের এক যুবলীগ নেতাকে থানায় দিয়ে গেছেন। তাঁকে নিয়ম মেনে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

তবে আটক বিষয়ে যুবলীগ কিংবা শিমুলের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button