এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের জন্য ব্যতিক্রমী আয়োজন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘ সময় বসে থাকা অভিভাবকদের জন্য ছায়াযুক্ত বসার স্থান, বিশুদ্ধ পানীয় জল এবং হালকা নাশতার ব্যবস্থা করেছে সংগঠনটি।

- বিজ্ঞাপন -

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন মাসব্যাপী চলবে। রোদে ও ক্লান্তিতে ভোগা অভিভাবকদের কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্রের বাইরে তাবু টানিয়ে ছাউনির নিচে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অতিথি আপ্যায়নের অংশ হিসেবে রয়েছে বোতলজাত পানি ও সিঙ্গারার ব্যবস্থা।

রফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, ‘সকাল থেকে ছেলেকে নিয়ে কেন্দ্রে আসি। পরীক্ষা শুরুর পর আমাদের এখানে ঘণ্টার পর ঘণ্টা বাইরে বসে থাকতে হয়। আগে এমন কোনো ব্যবস্থা ছিল না—রোদে পুড়েই থাকতে হতো। কিন্তু এবার এসে দেখি ছাউনি টানানো, বসার জায়গা করা, পানির ব্যবস্থা আছে—এটা খুবই ভালো লেগেছে। সত্যি বলতে, এই সামান্য স্বস্তিটুকু আমাদের অনেক বড় ভরসা দেয়। ছেলেমেয়েরাও জানে, বাইরে মা-বাবা একটু স্বস্তিতে আছে—তাতেও ওদের মনোবল বাড়ে।’

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘প্রতিটি পরীক্ষার্থীই একটি পরিবারের স্বপ্ন বয়ে নিয়ে আসে। তাদের সফলতা নির্ভর করে মানসিক প্রশান্তির ওপর, আর সে প্রশান্তি আসে পরিবার থেকে। আমরা দেখেছি, অনেক অভিভাবক রোদে-বৃষ্টিতে দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থাকেন, যা খুবই কষ্টসাধ্য। তাই আমাদের এই উদ্যোগ, যাতে তারা কিছুটা স্বস্তি পান, বিশ্রাম নিতে পারেন এবং পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার জায়গাটা ধরে রাখতে পারেন।’

তিনি আরও বলেন, ‘শুধু পরীক্ষার সময়ই নয়, আমরা চাই শিক্ষাবান্ধব সমাজ গড়তে। ভবিষ্যতেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাব।’

- বিজ্ঞাপন -

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের মতে, এটি শুধু একটি মানবিক আয়োজনই নয়, বরং শিক্ষার পরিবেশবান্ধব সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

##
সিকদার জাবির হোসেন, পটুয়াখালী

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button