পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম, পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল

পরীক্ষা চলাকালীন সময় অভিভাবকদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার কেন্দ্রে আগত অভিভাবকদের জন্য বিশ্রামের ছায়াযুক্ত স্থান, বিশুদ্ধ পানীয় জল এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানবিক কর্মসূচি হাতে নেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার দীপ্ত।
এই প্রসঙ্গে শাহরিয়ার দীপ্ত বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের প্রেরণায় আমরা রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল সবসময় ইতিবাচক ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে পরীক্ষার কেন্দ্রে অবস্থানরত অভিভাবকদের জন্য কোনো ধরনের সুযোগ-সুবিধা থাকে না। বিশেষ করে গরম ও রোদে কষ্ট পেতে হয় অনেককে। সেই দিক বিবেচনায় নিয়েই এই আয়োজন।
এসময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও সহযোগিতায় অংশ নেন এবং তারা বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি আদর্শিক প্ল্যাটফর্ম।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন
আপনার মন্তব্য লিখুন