ভর্তি পরীক্ষার্থীদের জন্য পবিপ্রবির মানবিক উদ্যোগ, চালু হলো বিশেষ বাস সার্ভিস

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১২ এপ্রিল)। এ উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

- বিজ্ঞাপন -

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালি) থেকে পরীক্ষার্থীদের জন্য ৩টি বাস ছেড়ে দেবে। এছাড়া বরিশাল থেকে হল সচিব ও পরীক্ষার পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের জন্যও বিশেষ পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষকদের জন্য একটি এসি মিনিবাস ও একটি মাইক্রোবাস বরিশাল সিটি করপোরেশনের সামনে থেকে দুপুর ১১টায় ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, বাংলাবাজার ও আমতলা হয়ে ক্যাম্পাসে পৌঁছাবে।
অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুটি মাইক্রোবাস একই সময় রুপাতলী হয়ে বিশ্ববিদ্যালয়ে আসবে। পটুয়াখালী শহর থেকেও পরীক্ষায় নিয়োজিত শিক্ষক-কর্মকর্তাদের আনার জন্য দুপুর সাড়ে ১২টায় শিশু পার্ক থেকে একটি মাইক্রোবাস ছেড়ে দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা অনেক সময় যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে সমস্যায় পড়েন। আমরা চাই, আমাদের ক্যাম্পাসে আসা প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারে।’

- বিজ্ঞাপন -

এই উদ্যোগকে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়বদ্ধতা ও সহানুভূতির প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button