পবিপ্রবিতে আগামীকাল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, চার স্তরের নিরাপত্তা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামীকাল শনিবার ( ১২ এপ্রিল ) অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ হাজার পরীক্ষার্থী।

- বিজ্ঞাপন -

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষার আগের রাত থেকেই ক্যাম্পাসে বাড়তি নজরদারি চালু করা হবে।

গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে নিরাপত্তা–সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান, প্রক্টর আবুল বাশার খান এবং সহকারী অধ্যাপক সুলতানা জাহান।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের জন্য পাঁচটি হেল্প ডেস্ক, পর্যাপ্ত ওয়াশরুম, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।

একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচি থাকায় শহরে যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। বেলা ১১টা থেকে ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালী) থেকে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আনা হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে।

- বিজ্ঞাপন -

নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৮টার পর প্রশাসনিক ও একাডেমিক ভবনের দিকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকবে। পরীক্ষাসংক্রান্ত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রশ্নপত্র বিতরণে ব্যবহার করা হবে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে, সঙ্গে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এবার কৃষি গুচ্ছে মোট আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। মোট আসন ৩ হাজার ৮৬৩টি। গড়ে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ২৫ জন। পবিপ্রবিতে আসন রয়েছে ৪২৩টি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩টি উপকেন্দ্রে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল।

কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

##
সিকদার জাবির হোসেন, পটুয়াখালী

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button