For Advertisement

গণঅধিকার পরিষদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

৯ এপ্রিল ২০২৫, ১০:২২:৫৫

গণঅধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রতীক ট্রাক মার্কায় প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে দলটি প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে এবং শিগগিরই প্রথম ধাপে ১০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এদিকে, সোমবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের নরসিংদী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল। একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সে জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যে দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।”

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: