গলাচিপায় ছাত্রশিবিরের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনি মুসলিমদের ওপর চলমান গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গলাচিপা সরকারি কলেজের সম্মুখে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে গলাচিপা এনজেট মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্ররা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা এইচআরডি অফিস সম্পাদক মো: শাহজালাল ইসলাম এবং সরকারি কলেজ শাখা সভাপতি মো: রফিকুল ইসলাম।
বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন