‘ফিলিস্তিন জিন্দাবাদ’ গর্জনে কেঁপে উঠলো বায়তুল মোকাররম

ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবং গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সমবেত হন শত শত মুসল্লি। জোহরের নামাজ শেষে মসজিদের উত্তর পাদদেশে তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’ এইসব প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো চত্বর।

- বিজ্ঞাপন -
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশের আগে থেকেই বায়তুল মোকাররমে উপস্থিত হতে থাকেন নানা বয়সী মুসল্লি। জোহরের নামাজ শুরু হয় দুপুর ১টা ১৫ মিনিটে এবং শেষ হয় ১টা ২৭ মিনিটে। নামাজ শেষে সবাই একসঙ্গে বেরিয়ে আসেন মসজিদের উত্তর গেটে।

সমবেত মুসল্লিরা এই সময় যে সব স্লোগান দেন, “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” “ফিলিস্তিন জিন্দাবাদ” ও “ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও”।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button