জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে আহত পটুয়াখালীর বাউফলের মো. হৃদয় হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আন্দোলনের সময় হৃদয়ের মাথায়, বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়।

বাউফলের আরেক গর্বিত জুলাইযোদ্ধার ইন্তেকাল
শোক সংবাদ ও দোয়ার আবেদন
জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আহত পটুয়াখালীর বাউফলের বাসিন্দা হৃদয় আজ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আন্দোলনের সময় হৃদয় মাথায়, বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়। আজ সকাল থেকে অসুস্থ বোধ করায় তাকে বাউফল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার সময় সে মারা যায়। বাউফলবাসীর গর্ব জুলাইযোদ্ধা হৃদয়কে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
এই মুহুর্তে আমি উমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় ফোনে শহীদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। শুরু থেকেই আমি ও উপজেলা জামায়াতের পক্ষ থেকে তার চিকিৎসা ও যাবতীয় বিষয়ে দেখভাল করা হচ্ছিল। হৃদয় ইসলামের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিল।
নামঃ শহীদ মো. হৃদয় হোসেন
বাবাঃ আনসার হাং
গ্রামঃ পশ্চিম জৌতা অলিপুরা
ওয়ার্ডঃ ৮ নম্বর
ইউনিয়নঃ বাউফল
গুলির স্থানঃ মাথায়, বুকে ও হাতে।
পেশাঃ শ্রমিক
সংগঠণঃ শ্রমিক কল্যাণ ফেডারেশন
মানঃ কর্মী
সর্বশেষ কার্যক্রমঃ ঈদের দিন সমগ্র বাউফল ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম ও ঈদ শুভেচ্ছা বিনিময়ে ভূমিকা পালন।




আপনার মন্তব্য লিখুন