দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশত নেতাকর্মী

১১১ পটুয়াখালী-২ বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় বগা বাজারে এক অনুষ্ঠানে বগা ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি জালাল হাওলাদারের নেতৃত্ব বিএনপির এই নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানের আগে জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন এবং এসময় তিনি বলেন, বিএনপিতে থেকে যাকে নমিনেশন দেয়া হয়েছে তার অবহেলার কারণে আমি জামায়াতে ইসলামীতে যোগদানে বাধ্য হলাম। আমি মনে করি জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদভাই একজন ভালো মানুষ, তার সাথে থাকা ভালো। আজকে আমরা সজ্ঞানে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীসহ জামায়াতে যোগদান করিলাম। আপনার সবাই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেয়া বগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, বাউফলে জামায়াতে ইসলামীর যে প্রার্থী সে বাউফলের সম্পদ নয় সারাদেশের সম্পদ। বাউফলে নির্বাচনে যত প্রার্থী রয়েছে তিনি সবার থেকে ভদ্র, শিক্ষিত এবং বাউফলের উন্নয়নে তার থেকে বেশি কেউ ভূমিকা রাখতে পারবে না। সেজন্য আমি জামায়াতে ইসলামীতে যোগদান করিলাম।
এরআগে আজ বিকেলে কালিশুরী ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় বিএনপি, কৃষকদল ও যুবদলের মোট ৩ জন জামায়াতে যোগদান করেন। তারা হলেন, বাউফল যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: ছিদ্দিক উল্লাহ কালীশুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন শিকদার, ও জাতীয়তাবাদী দলের নেতা সাইফুল ইসলাম।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button