গলাচিপায় যৌথ অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং মাদক ওজনের কাজে ব্যবহৃত একটি দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার মো. আলী হোসেন (৫৫) ও তার স্ত্রী মোসা. ভানু বেগম (৫০)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় গলাচিপা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।

- বিজ্ঞাপন -

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গলাচিপা থানা পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী আলী হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৯ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪৪০ গ্রাম। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা ও একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়। এ সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও দাঁড়িপাল্লা জব্দ করা হয়েছে। আটককৃত আসামিরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে গলাচিপাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button