ড. মাসুদের নির্বাচনী প্রচারণায় বাউফলে আসছেন আল্লামা মামুনুল হক ও হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ-এর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ১১১ পটুয়াখালী-২, বাউফলে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় বাউফল উপজেলার পাবলিক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়া।
আয়োজক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি মূল্যবোধ, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে জনমত গড়ে তুলতেই এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বাউফলসহ আশপাশের এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক সূত্র আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।




আপনার মন্তব্য লিখুন