বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলটি রূপ নেয় জনসমুদ্রে

পটুয়াখালীর বাউফলে প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল স্বাগত মিছিল ও শোডাউন করেছে জামায়াতে ইসলামী ও তার শরিক দলগুলো।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি বাউফল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলটি এতটাই দীর্ঘ ছিল যে শহরের প্রধান সড়ক অতিক্রম করতে প্রায় ৮ মিনিট সময় লাগে।
উপজেলা পরিষদ চত্তর থেকে মিছিলটি শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, বাউফলের মানুষ পরিবর্তন চায়। আমরা শুধু একটি প্রতীক নিয়ে আসিনি, আমরা এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে।
তিনি আরও নলেন, এই দাঁড়িপাল্লা কেবল নির্বাচনী প্রতীক নয়, এটি ইনসাফ এবং ন্যায়বিচারের প্রতীক।
তিনি আরও নলেন, বিগত দিনে আপনারা দেখেছেন কীভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু এবার আর ভয় পাওয়ার কিছু নেই। এই বাউফল হবে ইনসাফ কায়েমের মডেল। আপনাদের প্রতিটি ভোট হবে শোষণের বিরুদ্ধে একেকটি প্রতিবাদ।
তিনি আরও বলেন, যদি আপনারা পাশে থাকেন, তবে এই বাউফল থেকে আমরা দুর্নীতির শিকড় উপড়ে ফেলব এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার জয় হবে গণমানুষের জয়।




আপনার মন্তব্য লিখুন