বাউফলে বিএনপির সভায় ‘না’ভোটের প্রচারণা

পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার দোয়া অনুষ্ঠানের নামে বিএনপির নির্বাচনী প্রচারনায় গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও আবার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা শেয়ার করছেন।
উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আনোয়ার ব্যাপারীর বাড়িতে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিন বলেন,জামায়াত স্বাধীনতা মানে না। ৭১ সালের স্বাধীনতা মানে আওয়ামী লীগ আর বিএনপি। ওনরা (জামায়াত) মানে ২৪ এর স্বাধীনতা মানে। ওনরা কয় ২৪ এ আমরাআওয়ামী লীগ লড়াইছি, আমরা ২৪ এর স্বাধীনতা মানি। এই লইগা ওনরা ‘হ্যাঁ’ আর ‘না’ ভোট আনছে। এটা কি আপনেরা জানেন? উত্তরে কয়েকজন বলেন জানি। এরপর যুবদল নেতা গিয়াস উদ্দিন বলেন,কাজেই আপনেগোরে হা ভোট দিতে কয়। আমরা সবাই ৭১ সালের স্বাধীনতা মানি, ২৪ এর স্বাধীনতা মানি না। তাইলেতো আপনেরা হা ভোটের পক্ষে থাকতে পারেন না।
গিয়াস উদ্দিন তাঁর ১৭ মিনিট ৩৬ সেকেন্ডের ওই বক্তব্যে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলেন। তিনি বলেন,ক্ষমতায় বিএনপি আসবে। তাই জামায়াতকে ভোট দিয়ে লাভ নাই। জামায়াত রাজাকার।
গিয়াস উদ্দিন বলেন,কালাইয়াতে আওয়ামী লীগ, বিএনপি ভাই ভাই। বিপুল ভোটে যদি বিএনপির প্রার্থী শহিদুল আলম এমপি হয়, তাহলে তিনি মন্ত্রী হবেন।
রাজাকারের বিএনপি ক্ষমতায় আসার পর সরকারিভাবে বিভিন্ন সাহায্য আসবে। তখন যদি আপনেরা কোনো নামের জন্য যান, তখন যদি আমার কোনো কর্মী বলে ওনার নাম দিয়েন না, ওনি জামায়াত করছে। এ জাতীয় কথা যাতে আমার শুনতে না হয়।
এ জাতীয় পুরো ভিডিও গিয়াস উদ্দিনের ফেসবুক আইডি থেকে সরাসরি প্রচার করা হয়েছে।
গত শনিবার রাতে অনুষ্ঠিত দোয়া-মিলাতের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ব্যাপারী। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। একাধিক দলীয় নেতা-কর্মী এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যুবদল নেতা গাজী গিয়াস বলেন,‘বক্তব্যে ভুল ত্রুটি থাকতে পারে। তবে দলীয় সিদ্ধান্ত নয়।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সরকারিভাবে যে সিদ্ধান্ত, সেটাই মানি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন,‘এটা খুবই দুঃখজনক। দেশের স্বার্থে সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা উচিৎ।’




আপনার মন্তব্য লিখুন