শহীদ জিয়াউর রহমানের জন্মদিবস উপলক্ষ্য ববিতে ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত

শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিবস উপলক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুখগহ্বরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি দিনব্যাপী ‘ডেন্টাল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি- অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. মইনুল হাসান (বিডিএস, পিজিটি-অর্থো ও পেডিয়াট্রিক) এবং ডা. নাজমুল কবির হৃদয় (বিডিএস, পিজিটি-বিএসএমএমইউ)।
দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশ শিক্ষার্থীকে বিনামূল্যে দাঁতের চেকআপ, পরামর্শ এবং জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্প শুরু করার আগে এক সচেতনতা সভায় চিকিৎসকরা দাঁতের সঠিক যত্ন, নিয়মিত ব্রাশ করার নিয়ম এবং মুখগহ্বরের বিভিন্ন রোগ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও ববি ছাত্রদলের নেতাবৃন্দ ও কর্মীবৃন্দ।
আয়োজক ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতা ঘোষণাক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৯০ তম জন্মদিন উপলক্ষ্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে উদ্দেশ্য হচ্ছে শহীদ জিয়াউর রহমান আদর্শ কে শিক্ষার্থীদের জাননা দেয়া। ঐ কল্যাণের আদর্শকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শান্ত ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন উন্নত মানের ডেন্টাল সেবা পেয়ে আস্ত প্রকাশ করেছেন।
রসায়ন বিভাগের এক সাধারণ শিক্ষার্থী বলেন, ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পে মাধ্যমে আমার আমাদের দাতে কোন সমস্যা হলে সেটা পরিক্ষা করতে পারছি। এইটা আমার জন্য অনেক সুযোগ আমার যদি বাইরে দেখতাম ৫০০ /১০০০ টাকা লাগতো। ধন্যবাদ যারা এই কর্মসূচি আয়োজন করছেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ‘মেডিপ্লাস
ওরাল হেলথ’। ক্যাম্পে আগত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।




আপনার মন্তব্য লিখুন