মাছের সঙ্গে এ কেমন শত্রুতা, বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন।

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি।৷ পটুয়াখালী কলাপাড়ায় মনোয়ারা বেগম (৫০) নামের এক কৃষানীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকার মাছ নিধনের করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কৃষানী কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে উপজেলা বালিয়াতলী ইনিয়নের কাংকুনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কৃষানী অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৫ বছর আগে ওই এলাকার শিশু পল্লী একাডেমী নামের একটি বিদ্যালয় থেকে ঘের লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। গত শুক্রবার রাত বারোটা থেকে শনিবার সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার ঘেরে অনাধিকার প্রবেশ করে বিষ প্রয়োগ করে। পরে তারা ৪ লক্ষ্য টাকার রুই, কাতল, গ্লাসকার্প ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে যায়। আর ২ লক্ষ্য টাকার মাছ মরে ভেসে ওঠে। এতে অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন তিনি।
কৃষানী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী ৫ বছর আগে মারা যায়। স্বামীর কিছু জমি ও মাছের ঘের পরিচালনা করে সংসার চালিয়ে আসছিলাম। কিন্তু দুর্বৃত্তরা আমার এতো বড় ক্ষতি করবে এটা আমি কখনো ভাবিনি। এখন আশি আর্থিকভাবে অনেকটা নি:স্ব হয়ে গেলাম। আমি দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কলাপাড়া থানার এসআই জাকির হোসেন বলেন, বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button