বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি নীতুন ও সম্পাদক ত্বোহা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সরকারি নিবন্ধনপ্রাপ্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত সংগঠন ‘বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব’ (BUSC)-এর ২০২৫-২৬ সেশনের জন্য ৫ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। এতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীতুন পাল সভাপতি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নছর মোঃ ত্বোহা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ক্লাবের উপদেষ্টা পরিষদ ও স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন কমিটি অনুমোদন লাভ করে এবং আজ শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুমোদিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন গুলশানআরা আক্তার আশা, ফাহিম আহমেদ ও মাহমুদুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইয়াসমিন আরা ও দীপক চন্দ্র নাথ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজিয়া রিমি (প্রশাসন) ও বিজয় চন্দ্র দাস (কারিগরি) দায়িত্ব পেয়েছেন। কমিটি অনুমোদনে স্বাক্ষর প্রদান করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টামণ্ডলী: ১ ড. ধীমান কুমার রায় (সহযোগী অধ্যাপক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা) ২ ড. মোঃ খোরশেদ আলম (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান) ৩ ড. মোঃ শাফিকুল আলম (সহযোগী অধ্যাপক, গণিত) ৪ ড. মোঃ মাসুদ পারভেজ (সহযোগী অধ্যাপক, রসায়ন) ৫ ড. রেহানা পারভিন (সহযোগী অধ্যাপক, জীবরসায়ন ও জীবপ্রযুক্তি) এছাড়াও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দসহ ৪র্থ কমিটির সভাপতি মোঃ আল-আবিদ ও সাধারণ সম্পাদক মোঃ শোয়েব আক্তার শিমুল এই কমিটির অনুমোদন প্রক্রিয়ায় স্বাক্ষর করেন। উক্ত ক্লাবের সভাপতি নীতুন পাল বলেন,, ” বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করা। এই ক্লাবের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন করা হয়। পাশাপাশি বিজ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।” সাধারণ সম্পাদক আবু নছর মোঃ ত্বোহা বলেন,, ” আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বিজ্ঞানভিত্তিক গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা। নিয়মিত সেমিনার, কর্মশালা ও বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনমূলক কাজের পরিধি আরও বিস্তৃত করতে চাই। বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়া এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করবো । বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিজ্ঞান অলিম্পিয়াড, জিআইএস কোর্স, বিজ্ঞান মেলা ও বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন প্রকাশের মতো সৃজনশীল কাজ করে আসছে।”




আপনার মন্তব্য লিখুন