ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন রাত ৮টায়

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।
এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।
গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।
বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।
তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।




আপনার মন্তব্য লিখুন