যে ভুল করলে বাতিল হবে পোস্টাল ব্যালট: ভোটারদের জন্য জরুরি সতর্কবার্তা

জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী, সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে যে, ভোট প্রেরণের ক্ষেত্রে কোনো ভুল হলে পোস্টাল ব্যালট বাতিল হয়ে যাবে।
সোমবার (১২ জানুয়ারি) কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা পোস্টাল ব্যালট ব্যবহার করবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ভোট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো চ্যানেল বা ব্যক্তিগত মাধ্যমে পাঠানো ব্যালট গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, এবার ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে বসবাসরত ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।
নির্বাচন কমিশনের এই সতর্কবার্তা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ। নির্দেশনা না মানলে ভোট বাতিল হওয়ার ঝুঁকি থাকবে, তাই নির্দিষ্ট সময় ও পদ্ধতি অনুসরণ করাই নিরাপদ।




আপনার মন্তব্য লিখুন