শীতে হিটার ছাড়াও ঘর উষ্ণ রাখা সম্ভব, জানুন কীভাবে

শীত বাড়লে বাড়ির বয়স্কদের জন্য ঘর গরম রাখা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদিও অনেকেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন, তবে হিটার ব্যবহার না করে ও ঘর উষ্ণ রাখা সম্ভব। বিশেষ করে বিদ্যুৎ খরচ বা স্বাস্থ্যজনিত কারণে হিটার ব্যবহার করতে অনিচ্ছুক পরিবারগুলোর জন্য কিছু সহজ কৌশল রয়েছে।
ঘর উষ্ণ রাখার পাঁচটি কার্যকর কৌশল:
রোদের ব্যবহার: সকালে সূর্যের আলো সরাসরি ঘরে ঢুকলে দেয়াল ও মেঝে ধীরে ধীরে গরম হয়। দুপুরে রোদের তেজ কমলে জানালা ও পর্দা বন্ধ রাখলে উষ্ণতা ঘরে ধরে থাকে।
ঘরে ছোট ফাঁক বন্ধ করা: দরজা ও জানালার নিচে ছোট ফাঁক থাকলে ঠান্ডা বাতাস প্রবেশ করে। পুরোনো তোয়ালে বা মোটা কাপড় দিয়ে ফাঁকগুলো বন্ধ করলে ঘরের তাপমাত্রা ধরে রাখা যায়।
গালিচা ব্যবহার: খালি মেঝে থেকে ঠান্ডা উঠে আসে। কার্পেট, মোটা গালিচা বা পাটের দড়ি দিয়ে তৈরি মাদুর বিছিয়ে রাখলে পায়ের তলায় ঠান্ডা কম লাগে এবং ঘর উষ্ণ থাকে।
রান্নাঘর উষ্ণ রাখা: রান্নার সময় গ্যাসের আগুন ও গরম পানি থেকে তাপ সৃষ্টি হয়। রান্নাঘরের দরজা খোলা রাখলে উষ্ণতা ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। হেঁশেলের জানালা বন্ধ রাখলে তাপ বাইরে বের হয় না।
বিছানা উষ্ণ রাখা: মোটা কম্বল ও স্তরযুক্ত চাদর ব্যবহার করলে বিছানা গরম থাকে। ভেতরের উষ্ণতা বাইরে চলে যায় না এবং বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না।




আপনার মন্তব্য লিখুন