রাঙ্গাবালীতে আয়শা হত্যা মামলার আসামি ফাঁসি ও বাবাকে মুক্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুলছাত্রী আয়শা হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার আদালত চত্বরে নিহত আয়শার পরিবার, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নারী, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আয়শার মা, বড় বোন, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, আয়শা ছিল মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। ঘটনার দিন নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তিন দিন পর নিজ বাড়ির বারান্দা থেকে বস্তাবন্দী অবস্থায় আয়শার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বক্তারা আরও বলেন, মামলার প্রধান অভিযুক্ত রুবেল প্যাদাকে দ্রæত ফাঁসির মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি তারা দাবি করেন, নির্দোষ বাবুল প্যাদাকে হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া দৃশ্যমানভাবে এগোচ্ছে না। এতে নিহতের পরিবার চরম মানসিক কষ্টে দিন কাটাচ্ছে। দ্রæত চার্জশিট প্রদান ও বিচার কার্যক্রম শুরু করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button