বাউফলে শহীদ ওসমান হাদীর স্মরণে ড. মাসুদের ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাউফলে আয়োজিত ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের তৃতীয় দিনে অসহায় মানুষের মাঝে ফিরে আসে স্বস্তির অনুভূতি।
আজ রোববার ইবনে সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাম্পে বৃদ্ধ, নারী, তরুণ-তরুণী ও শিশু—সব বয়সী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানাসহ একদল অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত মানুষজন এই সেবায় উপকৃত হন।
চোখের চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল করিম বলেন,“বয়সের কারণে চোখে ভালো দেখি না। টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ ফ্রি চিকিৎসা পেয়ে অনেক স্বস্তি লাগছে।”
মধ্যবয়সী রওশন আরা বেগম বলেন,“আমাদের মতো গরিব মানুষের জন্য এমন ফ্রি ক্যাম্প অনেক বড় সহায়তা।”
কলেজশিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন,“গ্রাম পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া সত্যিই আশার কথা।”
দিনমজুর সাইফুল ইসলাম বলেন,“কাজ বাদ দিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনা খরচে চিকিৎসা পেয়ে উপকার হয়েছে।”
আরেক তরুণী বলেন,“শহীদ ওসমান হাদীর নামে এই উদ্যোগ মানবিকতার দারুণ দৃষ্টান্ত।”
আয়োজকরা জানান, ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ঠান্ডাজনিত রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি চশমা ও চোখের ড্রপসহ প্রয়োজনীয় সেবাও পাচ্ছেন রোগীরা।
এ সময় প্রধান অতিথি বাউফলের জামায়াতের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “শহীদ ওসমান হাদীর স্মৃতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। যতদিন আল্লাহ শক্তি দেবেন, ততদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবায় কাজ করে যাব।”




আপনার মন্তব্য লিখুন