পটুয়াখালীর কলাতলায় নাহিদ খন্দকার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাতলায় নাহিদ খন্দকার হত্যাকাণ্ডের সকল আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাহিদ খন্দকার হত্যাকাণ্ডের সকল আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন আ: রহমান খন্দকার, ইমাম হোসেন নাসির, মনিরুল ইসলাম স্বপন খন্দকার, স্বর্ণা আক্তার রিমি প্রমুখ।
মানববন্ধন শেষে নাহিদ খন্দকারের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ চৌধুরীর কাছে স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বিকেলে নাহিদ যখন তার কর্মস্থল কলাতলা এলাকার ‘হোয়াইট হাউজ’ ভবনে টাইলসের কাজ করছিলেন। পূর্বে বিরোধের জেরে তখন অভিযুক্ত মাহিন তার ১০-১১ জন সহযোগী নিয়ে সেখানে গিয়ে নাহিদের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তারা নাহিদকে ঘিরে ধরে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। মূল অভিযুক্ত মাহিন ক্রিকেট ব্যাট দিয়ে নাহিদের মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে নাহিদের মা তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।




আপনার মন্তব্য লিখুন