গন ভোট নিয়ে সচেতনায় ব্যতিক্রমী আয়োজন

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোেট ২০২৬-কে সামনে রেখে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ শনিবার (১০জানুয়ারি) কুয়াকাটা সী বিচ জিরো পয়েন্ট এলাকায় ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে।
এই প্রচার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য,
ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণের গুরুত্ব সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়।
নির্বাচন উপলক্ষে গৃহীত গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, নির্বাচনকে সামনে রেখে সাধারন মানুষের আস্থা ও পুরোপুরি সচেতনায় বৃদ্ধিতে আমাদের এই আয়োজন। আমরা পুরো উপজেলায় এটা করবো।




আপনার মন্তব্য লিখুন