পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২ হাজার ১৭০ কেজি জাটকা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

- বিজ্ঞাপন -

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ১৯ হাজার টাকা মূল্যের মোট ২ হাজার ১৭০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। এ সময় বাসটির চালক, সুপারভাইজার ও হেল্পারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বাসটি ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় একটি মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button