প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প

প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষা ও চক্ষুস্বাস্থ্য নিশ্চিত করতে পটুয়াখালী ইয়ুথ পাওয়ারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক নারী-পুরুষ ও বয়স্ক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এই ক্যাম্পটি পটুয়াখালী ইয়ুথ পাওয়ারের প্রতিষ্ঠাতা কে এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে সাধারণ চোখের রোগ, দৃষ্টিশক্তি পরীক্ষা, চোখে ছানি শনাক্তকরণসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় ছানি আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে বাছাই করে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি রোগীদের চোখের যত্ন, নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।




আপনার মন্তব্য লিখুন