পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১,৪৫০ কেজি শাপলাপাতা মাছ ও ৫০০ কেজি জাটকা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীতে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।

- বিজ্ঞাপন -

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুইটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহভাজন দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৫০ কেজি শাপলাপাতা মাছ এবং ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় বাসের চালক ও হেল্পারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। অপরদিকে জব্দকৃত শাপলাপাতা মাছ বন বিভাগের রেঞ্জ সহকারীর উপস্থিতিতে ধ্বংসের জন্য মাটিতে পুঁতে রাখা হয়।

- বিজ্ঞাপন -

কোস্ট গার্ড সূত্র জানায়, বিলুপ্তপ্রায় প্রাণী ও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button