কুয়াকাটায় গণভোট নিয়ে জনসচেতনতা

আবুল হোসেন রাজু কুয়াকাটা (পটুয়াখালী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট উপলক্ষে কুয়াকাটা পৌরসভার সম্মানিত নাগরিকদের ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
এছাড়া ও এই অবহিতকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান,কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির,আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল,
মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলহাজ্ব মাইনুল ইসলাম মান্নান,কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক খান,
ব্যবসায়ী জুবায়ের আহমেদ রিয়াজ খান।
এবং স্থানীয় রাজনৈতিক বিভিন্ন দল, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য সাংবিধানিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে যদি রাষ্ট্র পরিচালনার কাঠামো শক্তিশালী করা যায়, তবে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন,গণভোটের মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত করার এই উদ্যোগ সময়োপযোগী। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।
অবহিতকরন অনুষ্টানে নির্বাচনী আচরণ বিধির বিশ্লেষণ এবং নির্বাচনে প্রার্থী কিংবা সমর্থকরা কি করতে পারবে এবং কি করতে পারবে না সে বিষয়ে আলোচনা করা হয়। এবং ‘হ্যা’ ভোট এবং ‘না’ ভোট নিয়ে সার্বিক আলোচনা করা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button