খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও জয়ের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

- বিজ্ঞাপন -

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

খালেদা জিয়া সম্পর্কে “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম” বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।

তারেক রহমান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড পেজে এক পোস্টে সমবেদনা জানিয়ে লিখেছেন, খালেদার জিয়ার মৃত্যু “বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে” এবং “বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা”।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button