গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধ সাংবাদিকসহ আহত ৫

পটুয়াখালীর গলাচিপায় বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক, শিক্ষকসহ ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায়। এ ঘটনায় গলাচিপা থানায় এজহার দাখিল করেছে ভুক্তভোগী। ঘটনার পর পালিয়ে গেছে হামলাকারীরা।
এজহার সূত্রে জানা যায়, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো.হারুন অর রশিদের বাবা আপ্তার আলী হাওলাদার ৪৫ বছর আগে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় ৫৩ শতাংশ জমি নজরুল প্যাদা গং এর কাছ থেকে ক্রয় করে। নজরুল প্যাদা ২০২৪ সালে জনৈক কাইউম আহম্মেদের কাছে ৬শতাংশ জমি বিক্রিয় করে। এই নিয়ে দু’পক্ষের বিরোধ চলছিল। সোমবার সকালে কাইউম , আলামিন ও তার লোকজন বিরোধীয় জমিতে দেয়াল নির্মান করার চেষ্টা করলে সাংবাদিক হারুন অর রশিদ বাধাঁ দিতে গেলে কাইউম ও তাঁর সাথে থাকা দুর্বৃত্তরা হারুন অর রশিদেও উপর হামলা করে এসময় হারুনের ভাই আবুল কাশেম বাবুল (৫০), ভাইয়ের ছেলে মো.আফ্রিদি হাওলাদার(২৭), অনিক হাওলাদার (২০) ও ভাতিজী অনু আক্তার (২২) এগিয়ে এলে তাদেরকেও মারধর করে এবং রট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত আফ্রিদী হাওলাদার (২০), ভাতিজী অনু আক্তার (২২) ও হারুন অর রশিদ (৫৭) ২জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ১জনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কমকতার্ মো.জিল্লুর রহমান জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।বাকীদের ধরার জন্য চেষ্টা চলছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button