জামায়াতসহ ৮ দলীয় জোটে যুক্ত হলো এলডিপি-এনসিপি

যুগপৎ আন্দোলনের শরিক হয়ে আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলো আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের নাম ঘোষণা করেন।

- বিজ্ঞাপন -
 আট দলীয় জোটের  আয়োজনে  সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা  করেন তিনি।
 
জামায়াতে ইসলামীর আমির বলেন, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেয়া যাচ্ছে না৷
 
সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এ জোটে যুক্ত হবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামায়াত আমির।
 
জোটের কে কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
 
আগে থেকে জোটে থাকা আট দল হলো–বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button