আজ পটুয়াখালী–০৩ আসনে নুরুল হক নূরের মনোনয়নপত্র তুলবে গণঅধিকার পরিষদ

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

এ উপলক্ষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় দশমিনায় মনোনয়নপত্র কিনবেন এরপরে গলাচিপা রিপোর্টিং অফিসারের কার্যালয় জমা দিবেন

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী কাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেবেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন ও সদস্য সচিব মো. মিলন মাতুব্বর। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কামাল পঞ্চায়েতসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

- বিজ্ঞাপন -

দলীয় নেতারা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে নুরুল হক নূরের নেতৃত্বে পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button