পূর্ব শত্রুতার জেরে কৃষকের আখক্ষেত নষ্টের অভিযোগ

 

- বিজ্ঞাপন -

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
মহসিন হোসেন জয়

পটুয়াখালীর গলাচিপায় কৃষকের আবাদকৃত আখক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতাবক গ্রামে।

ভুক্তভোগী কৃষক জালাল সিকাদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কিছু ব্যক্তি তার আখক্ষেতে গরু ছেড়ে দেয়। রাতের আঁধারে গরু ছেড়ে দিয়ে আখচারা নষ্ট ও খাওয়ানো হচ্ছে বলে জানান তিনি।

জালাল সিকাদার বলেন, গত ১৪ ডিসেম্বর রাতে তার আখক্ষেতে গরু ছেড়ে দেওয়া হয়। এতে আখচারা খেয়ে ফেলে ব্যাপক ক্ষতি হয়। তার প্রায় ৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

- বিজ্ঞাপন -

তিনি আরও বলেন, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। মৌসুম শেষ হওয়ায় নতুন করে আখচারা রোপণ করা সম্ভব নয়। এ কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া তাকে নানা ভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।
তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এলাকার এক প্রতিবেশী জানান, প্রায় সময় এলাকায় গরু-ছাগল ছেড়ে দিয়ে ফসল নষ্ট করা হয়।
ফসল আবাদ করে ঘরে তোলার মতো পরিস্থিতি থাকে না। তিনি এ সমস্যার স্থায়ী প্রতিকারের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button