বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৮,১৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত মোট দেড় ঘণ্টা ধরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিএনসিসি সেনা নৌ শাখা ও রোভার স্কাউট পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। জালিয়াত ও দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (আনসার ও পুলিশ ) সদস্যরা সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক ব্যবস্থার তদারকি করেন। তিনি পরীক্ষা শেষে জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার হলে খাতা, বই, কলম ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এবং পরীক্ষার্থীরা পরিক্ষার সকল নির্দেশ মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে। দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। কিছু কিছু শিক্ষার্থীরা জানায় পরিক্ষার প্রবেশপথে কিছুটা গ্যাদারিং হলেও পরিক্ষা কক্ষ পরিবেশ সুন্দর ও নীরব এবং শিক্ষকদের ব্যবহার অনেক শান্তি সুষ্ট ছিলো।
এই পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আরও একটি ধাপ সফলভাবে অতিক্রম হলো।




আপনার মন্তব্য লিখুন