পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস


সকল জেলার মতো পটুয়াখালীতেও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে সার্কিট হাউস ও ঝাউতলা এলাকা থেকে এক আনন্দঘন র‌্যালি বের হয়।

- বিজ্ঞাপন -

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মো. রিয়াজুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মোহাম্মদ রিপন গাজী, সহ-সভাপতি রাশিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, আইন বিষয়ক সম্পাদক মো. হাচান এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) পটুয়াখালী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন এবং 77th International Human Rights Day সংস্থার প্রতিনিধিরা।

মানবাধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের। তিনি বলেন, “মানবাধিকার হলো মানুষের জন্মগত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার। জীবন, শিক্ষা, সমতা, মর্যাদা এসব অধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি সবাই মিলে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

- বিজ্ঞাপন -

বক্তারা আরও বলেন, মানবাধিকার শুধু আইনগত ধারণা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ বা যে কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য মানবাধিকার সমানভাবে প্রযোজ্য।

আয়োজকরা জানান, মানবাধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অধিকার রক্ষায় সবাইকে সম্পৃক্ত করাই দিবসটির মূল প্রতিপাদ্য।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button