পটুয়াখালীতে ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীতে প্রায় ১ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ পলিথিনের বড় একটি চালান উদ্ধার হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে সদর থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি দোকানঘর ও আশপাশের স্থান তল্লাশি করে প্রায় ৯১ হাজার ২০০ টাকা মূল্যের ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
জব্দকৃত সমস্ত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী–এর পরিদর্শকের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর এই ধরনের নিষিদ্ধ পলিথিনের বিস্তার রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
নিষিদ্ধ পলিথিন ব্যবহারে পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়, নদী–নালা বন্ধ হয়ে যায় এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে— এমন পরিস্থিতিতে কোস্ট গার্ডের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।




আপনার মন্তব্য লিখুন