কুয়াকাটা লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কুয়াকাটার ৬০নং লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল ইসলাম মান্নান।
তিনি বলেন,তোমরা আজ এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো, কিন্তু শিক্ষা জীবনের আরও বড় পথ সামনে অপেক্ষা করছে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রম এই তিনটি গুণ ধারণ করতে পারলে জীবনে সফলতা নিশ্চিত। আমরা বিশ্বাস করি, তোমাদের প্রত্যেকে দেশের সুনাম বয়ে আনবে।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনাও জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের শক্তি। আজ বিদায় হলেও তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ চিরদিনের। নিয়মিত পড়াশোনা, শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এসব মেনে চললে জীবনে সফলতা অর্জন সম্ভব।

তিনি সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানান।অনুষ্ঠানে সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয় এবং তাদের মাঝে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button