আমতলীতে চেকপোস্ট অভিযানে জব্দ যানবাহন, ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

আমতলীতে যৌথবাহিনির চেকপোস্ট অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন অনিয়মে জরিমানা অবৈধ যানবাহন জব্দ ও ইটভাটায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর আমতলী উপজেলায় যৌথবাহিনির চেকপোস্ট অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

যৌথবাহিনির চেকপোস্ট অভিযানে ১২টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। অভিযানে ১৮৯টি মোটরসাইকেল, ৯টি বাস, ৭টি প্রাইভেটকার, ৫টি ট্রাক, ২২টি মাইক্রোবাস, ৯টি সিএনজি এবং ১৯টি মাহিন্দ্রা যানবাহন তল্লাশি করা হয়।

এদিকে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়ায় অবস্থিত বিজয় এন্ড শিশির (বনানী ব্রিকস) ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায়, ভাটাটির কোনও লাইসেন্স নেই এবং সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আমতলী সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button